ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন  ছবি: পিআইডির সৌজন্যে।

ঢাকা: সদ্য সমাপ্ত জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ বক্তব্য ও মিয়ানমারের নির্যাতিত নাগরিকদের জন্য সীমান্ত খুলে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যা। 

রোহিঙ্গা সংকট নিয়ে বিদেশি গণমাধ্যমগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্ট্যার অব দ্য ইস্ট’ ও ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি দেওয়ায় মন্ত্রিপরিষদ বৈঠকে সোমবার (১৬ অক্টোবর) তাকে এ অভিনন্দন জানানো হয়েছে।  

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বছরের ১৯তম ও বর্তমান সরকারের ১৬০তম বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

পরে দুপুর ২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে  মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আরএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।