রোহিঙ্গা সংকট নিয়ে বিদেশি গণমাধ্যমগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্ট্যার অব দ্য ইস্ট’ ও ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি দেওয়ায় মন্ত্রিপরিষদ বৈঠকে সোমবার (১৬ অক্টোবর) তাকে এ অভিনন্দন জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বছরের ১৯তম ও বর্তমান সরকারের ১৬০তম বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে দুপুর ২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আরএম/এমএ/