ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
সিরাজগঞ্জে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়াপদা বাঁধ এলাকায় অভিযান চালিয়ে একশ’ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) গভীররাতে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের মোন্নাফের ছেলে মো. সাগর (২০) ও সয়দাবাদ গ্রামের বাদল (২২)।

সোমবার দুপুরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহমেদ জানান, ওই তিনজন মিরপুর ওয়াপদা বাঁধ এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে একশ’ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।