সোমবার (অক্টোবর ১৬) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ডাকাতদ্বয় হলো আব্দুল মালেক (২৭), পিতা- আবুল হোসেন এবং ইয়াছিন আলী ওরফে কালা বাবুল (৪০), পিতা মৃত- মর্তুজ আলী।
গোপন সংবাদের উপর ভিত্তি করে রাজনগর থানার পুলিশ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন ও রাজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের মজিদপুর গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করে। এ সময় তাদের অপর সহযোগীরা পালিয়ে যায়।
আটক ডাকাত আব্দুল মালেকের বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা বিচারাধীন বলে নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আরআই