ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
সিলেটে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটে নিখোঁজের দুইদিন পর ছয়ফুল আলম (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের ছালেহপুর গ্রামে নিহতের বাড়ির পাশে থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছয়ফুল আলম ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

সে ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বাংলানিউজকে বলেন, শনিবার (১৫ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ছয়ফুল। সোমবার সকালে লোকজন দূর্গন্ধ পেয়ে গর্তে মাটি চাপা অবস্থায় ছয়ফুল আলমে মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।  

দুর্বৃত্তরা ছয়ফুলকে হত্যা করে মরদেহ কাঁদা মাটিতে গর্ত খুঁড়ে চাপা দিয়ে রেখে যায়। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।