সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ধর্ষিতা ওই গৃহবধূ বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ফিরোজ একডালা পুনর্বাসন এলাকার আব্দুল বারেকের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ধর্ষিতা গৃহবধূর বরাত দিয়ে বাংলানিউজকে জানান, বুধবার (১১ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে ওই গৃহবধূকে মোবাইলে ফোন করে ডেকে এরশাদ ক্লোজার এলাকায় নিয়ে যান ফিরোজ। সেখানে ফিরোজসহ ৫ জন মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। রোববার (১৫ অক্টোবর) বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গৃহবধূর দেয়া তথ্য মতে এ ঘটনায় ফিরোজকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে ও ভিকটিমের ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
টিএ