ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কলেজ ছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
কলেজ ছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিএম কলেজের ছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সরকারি ব্রজ মোহন (বিএম) কলেজের ছাত্রী শান্তা খানমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কলেজের শহীদ মিনারের গেটের সামনে এ মানববন্ধন করা হয়।  কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।



মানববন্ধনে বক্তব্য রাখেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মোখলেচুর রহমান ও প্রিয়া আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শান্তাকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার প্রধান আসামি আলালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে, প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শনিবার (১৪ অক্টোবর) কলেজ থেকে বাড়ি ফেরার পথে উজিরপুরের ধামুরা এলাকায় আলাল ক্ষুর দিয়ে শান্তার মুখে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শান্তার মা বাদী হয়ে আলালকে প্রধান আসামি করে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আলালের দুই সহযোগীকে আটক করে।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।