বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে পবিপ্রবিতে র্যালি
পটুয়াখালী: ‘অভিবাসনের ভবিষ্যত বদলে দাও, খাদ্য-নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও’ এই স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস।
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১ টায় অনুষদীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। যা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আইকিউএসি সম্মেলন কক্ষে প্রফেসর ড. দিলরুবা ইয়সমিন ঝর্নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী ।
মো. রাশেদ ইমামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. শহিদুল ইসলাম ও মো. সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক লিটন চন্দ্র সেন ও সুজন কান্তি মালি, শিক্ষার্থী আবুল বাশার, আজহারুল ইসলাম, সত্যজিৎ কুন্ড, ইফতেখার খলিল, ইফ্রাদ আলম, উজ্জল দেওয়ান, নোমান আব্দুল্লাহ ও ফারহানা ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমএস/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।