সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চাপাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। শ্যামলী ওই গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী ও বালিদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ০১নং ওয়ার্ডের সদস্য।
মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামলী বেগমকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা, একাধিক পাসপোর্ট, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসি, ইমিগ্রেশন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাদের ১৭টি নকল সীল ও মোটরসাইকেল চুরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
শ্যামলী ও তার স্বামী মুরাদ মিয়া মাদক ব্যবসা ও মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ চক্রের সদস্য। এছাড়া তারা বিভিন্ন জালিয়াতি কর্মকাণ্ডর সঙ্গে জড়িত বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
টিএ