সোমবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাইনতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ভগিরাথ মণ্ডল ওই গ্রামের বিধান চন্দ্র মণ্ডল ওরফে বিধির ছেলে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান শাহিন বাংলানিউজকে জানান, আশাশুনি সরকারি কলেজের ভগিরাথ মণ্ডল তার প্রতিবেশী ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) অপর প্রতিবেশী রবেনের স্ত্রী সাবিত্রি, স্কুলছাত্র ধিরাজ মণ্ডল, অলজ মণ্ডল, চিরঞ্জীত মণ্ডল ও কলেজছাত্র সুব্রত মণ্ডলের সহযোগিতায় কয়েক দফা ধর্ষণ করে। এতে ওই স্কুলছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় গ্রামের মাতব্বররা সালিশ বৈঠকে ভগিরাথকে এক লাখ টাকা জরিমানা ও ওই স্কুলছাত্রীর গর্ভপাত ঘটনার চেষ্টা করেও ব্যর্থ হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা ১২ অক্টোবর আশাশুনি থানায় ভগিরাথ মণ্ডলসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি ভগিরাথকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
আরএ