সোমবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের বনরূপা এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কমিটি পদত্যাগপত্রের কথা জানায়।
এসময় উপস্থিত ছিলেন-জেলা ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক আবু সাদাৎ সায়েম, সদস্য সচিব জয়জিৎ খীসা, সদস্য শফিউল আযম, দেবেশ চাকমা, নাসের খান, মো. হান্নান, বেনু দত্ত এবং দীপংকর পিকু।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান একজন ফুটবল খেলোয়ার। তিনি ক্রিকেটার নন। ক্রিকেটার না হয়েও সংস্থার নিয়ম না মেনে বার বার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য নির্বাচিত হন। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য পদটি নিজে গ্রহণ না করে স্বাথের্র বিনিময়ে বিক্রি করে দেন।
বক্তারা জানান, বিসিবিতে কাউন্সিলর পাঠানোর আগে সংশ্লিষ্ট উপ-কমিটি এবং কার্যনির্বাহী কমিটির সঙ্গে আলোচনা করে কাউন্সিলর নির্বাচিত করার নিয়ম। কিন্তু বরুণ বিকাশ দেওয়ান এ নিয়ম না মেনে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে নিজের নাম পাঠিয়ে দেন সংস্থার কাছে। তার এ ধরনের কর্মকাণ্ড ক্রিকেট উপ-পরিষদ সদস্যদের জন্য অপমানজনক। ক্রিকেটের স্বার্থে বক্তারা বরুণ দেওয়ানের পদত্যাগের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আরআর