ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

`বর্জ্য অপসারণে হাইকোর্টের নির্দেশ পালন করা হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
`বর্জ্য অপসারণে হাইকোর্টের নির্দেশ পালন করা হবে’ উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন

ঢাকা: বর্জ্য অপসারণে হাইকোর্টের দেওয়া নির্দেশনা যথাযথভাবে পালন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

সোমবার (১৬ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন সংযুক্ত দনিয়া ইউনিয়নে উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন এ কথা বলেন।  

সাঈদ খোকন বলেন, সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাত দশটা থেকে ভোর ৬টার মধ্যে সরানোর জন্য হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন তা যথাযথভাবে পালন কর হবে।

সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারী বা পরিচ্ছন্ন কর্মী নিয়ম না মানলে তাদের ব্যপারে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
 
রাজধানীর আধুনিক সুযোগ সুবিধা ডিএসসিসির নতুন সংযুক্ত ৮টি ইউনিয়নে নিশ্চিত করা হবে ঘোষণা দিয়ে তিনি বলেন, দনিয়া ইউনিয়নে ১২৪ কোটি টাকা ব্যয়ে সড়ক ও অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও এলইডি বাতি স্থাপনসহ নানা কাজ করা হবে।  

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  ঢাকা ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা, ডিএসসিসির প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক বোরহান উদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।