ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
ঠাকুরগাঁওয়ে ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চ।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-নারী ও শিশু নিপীড়ন মঞ্চসহ শহরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা বিধানে রাষ্ট্রের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত ধর্ষকদের শাস্তির দাবি জানান।

২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলায় দুর্গা পূজা দেখে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণির ওই স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।