সোমবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় গণ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিবার ছোট বোন সাদিয়া’র ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে মূহুর্তেই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘দিবার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাবো।
জানা যায়, গণ বিশ্ববিদ্যালয়ের সি এস ই বিভাগের শিক্ষার্থী দিল আফরোজ দিবা ২০১৬ সালের মে মাসে সাভারের সবুজবাগ এলাকার সাদিকুর রহমানের ছেলে ফিরোজ কবীরের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর দিবা ও ফিরোজ আলাদা বাসা নিয়ে থাকতেন। দিবার পড়াশোনার সমস্ত খরচ দিবার বাবা চালালেও সম্প্রতি তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষার ফর্ম পূরণ করতে বাধা দেন দিবার স্বামী ফিরোজ। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়েছে বলেও জানান দিবার সহপাঠীরা।
দিবার বোন সাদিয়া জান্নাত জানান, ‘ আমার বোনকে হত্যা করা হয়েছে। আপুকে (দিবা) প্রায়ই মারধোর করতেন ফিরোজ’। দিবাকে হত্যা করা হয়েছে এমন দাবি জানিয়ে তিনি বলেন, ‘গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলে হাত ঝুলে থাকে। কিন্তু আপুর হাত বাঁকা হয়ে ছিলো। তার গায়ে কালো কালো দাগ। শরীর কালো হয়ে গেছে। বুকে চাপ লাগার দাগ।
দিবার বাবা দেলোয়ার হোসেন প্রথম থেকেই এ ঘটনাকে হত্যা বলেই দাবি করে আসছেন।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
বিএস