ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কোটচাঁদপুরে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
কোটচাঁদপুরে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় সামছুল আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কোটচাঁদপুর-চৌগাছা সড়কের মঙ্গলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামছুল আলম কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মহর আলীর ছেলে।

কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালক মান্ডু হোসেন ও ট্রাকটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।