ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

অটোরিকশা চাপায় দলিল লেখক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
অটোরিকশা চাপায় দলিল লেখক নিহত অটোরিকশা চাপায় দলিল লেখক নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় হামিদ উল্যা (৬০) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলা সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদ উল্যা ভেন্ডার সদর উপজেলার আবিরনগর গ্রামের মৃত এরাদ মিয়া সওদাগরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলিল লেখক হামিদ উল্যা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।  

স্থানীয় লোকজন হামিদ উল্যাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

উপস্থিত লোকজন অটোরিকশাটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান স্থানীয়রা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন দলিল লেখকের মৃত্যুর খবর বাংলানিউজকে নিশ্চিত করেন।
 
লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার (এসআই) প্রতিভা রাণী রায় বলেন, মৃত্যুর বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।