ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মনপুরায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
মনপুরায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ভোলা: ভোলার মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হাওলাদার ও মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খানের হস্তক্ষেপে বন্ধ হল ৫ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ছাত্রীর বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করা হয়।

জানা যায়, হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমানের ছেলে মিজানুর রহমানের সঙ্গে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা হজরত আলীর মেয়ে ও সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিল।

এ সময় খবর পেয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) সোহাগ হাওলাদার এবং ওসি শাহীন খান অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বর’কে ৫ হাজার টাকা ও ভূয়া জন্ম সনদ দেয়ার অপরাধে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা লবঙ্গ দেবনাথ দাসকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সোহাগ হাওলাদার সাংবাদিকদের জানান, জরিমানা শেষে মেয়ে পক্ষকে সর্তক করে দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।