ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কেশবপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
কেশবপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি কেশবপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণকারীরা

যশোর: যশোরের কেশবপুরে বিশ্ব খাদ্য দিবস-২০১৭ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মুখে উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান গৌতম রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।