ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভোলা: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে জাল ও নৌকাসহ ৪ জেলেকে আটক করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনার ইলিশা, ভেদুরিয়া ও তজুমদ্দিন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফট্যানেন্ট কমান্ডার ডিকসন চৌধুরী বাংলানিউজকে জানান, ইলিশের প্রধান প্রজনন সময়ে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের পৃথক দুটি টিম অভিযানে নামে।
এ সময় ৩টি পয়েন্ট থেকে ৩৭ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি নৌকা জব্দসহ ৪ জেলেকে আটক করা হয়। পরে ৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
এছাড়াও জব্দ করা জালগুলো মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।