সোমবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। তিনি উপজেলার হরিদাগাছি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেশরহাট এলাকা থেকে ১৪০ পিস ইয়াবাসহ আজাহার আলীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি এসএম মাসুদ পারভেজ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসএস/এএটি