সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের সাত বছর পূর্তিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
সংলাপে বিএনপির দেয়া প্রস্তাব সম্পর্কে তিনি আরো বলেন, সংবিধানে আছে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, আর বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে।
বিএনপির ইভিএম পদ্ধতি না চাওয়া প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি সব সময় ষড়যন্ত্র ও কারচুপির ভোট করতে অভ্যস্ত। তাই তারা নির্বাচনে ইভিএম পদ্ধতি চায় না।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
এসআই