সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ এ জরিমানা করেন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কিশোরগঞ্জ কার্যালয়ের সহযোগিতায় পাকুন্দিয়া উপজেলা পরিষদের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিআরটিএ কিশোরগঞ্জ অঞ্চলের পরিদর্শক সাইফুল কবীর, ইউএনও কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আলীম উদ্দিন।
বিআরটিএ কিশোরগঞ্জ অঞ্চলের পরিদর্শক সাইফুল কবীর বাংলানিউজকে জানান, মোটরযান আইন অমান্য করায় দুই সিএনজি অটোরিকশা ও পাঁচ মোটরসাইকেল মালিককে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
টিএ