ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
নাটোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নাটোর: নাটোরে মাদক মামলায় টিপু সুলতান ফারুক (১৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হাসানুজ্জামান এ রায় দেন। টিপু সুলতান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।


 
নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিউকিটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল হাই বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি নাটোর সদর উপজেলার বেলঘরিয়া বাইপাস এলাকায় রাজশাহী-বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস থেকে টিপু সুলতানকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এসময় তার ব্যাগ থেকে ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরে বিকেলে অভিযোগ প্রমাণিত হলে বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।