সোমবার (১৬ অক্টোবর) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হাসানুজ্জামান এ রায় দেন। টিপু সুলতান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।
নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিউকিটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল হাই বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি নাটোর সদর উপজেলার বেলঘরিয়া বাইপাস এলাকায় রাজশাহী-বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস থেকে টিপু সুলতানকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এসময় তার ব্যাগ থেকে ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরে বিকেলে অভিযোগ প্রমাণিত হলে বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
টিএ