সোমবার (১৬ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানায়, নেশার টাকা জোগাতে না পেরে মাঝে মধ্যেই বাবা নূর ইসলামের কাছে টাকা দাবি করত শাহিন।
এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
আরএ