ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধমূলক সভা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
ধামরাইয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধমূলক সভা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি, ইভটিজিং প্রতিরোধে এগিয়ে আসুন, মাদকমুক্ত সমাজ গড়ি, ছাত্রজীবন রক্ষা করি’এই স্লোগানে ধামরাইয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, মদ ও জুয়া প্রতিরোধমূলক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে শরীফবাগ ইসলামিয়া কালিম মাদ্রাসা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

শরীফবাদ ইসলামিয়া কালিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মতিন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু সায়িদ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন প্রমুখ।

এছাড়াও সাংবাদিকসহ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।