ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ইয়াবাসহ বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
নওগাঁয় ইয়াবাসহ বিক্রেতা আটক নওগাঁয় ইয়াবাসহ বিক্রেতা আটক, ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁয় ইয়াবাসহ পলাশ  (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়। আটক পলাশ নওগাঁ সদর উপজেলার ফতেপুর গ্রামের আবু তালেবের ছেলে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, পলাশ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সদরের ছিটকাতলার মোড় থেকে ১শ' পিস ইয়াবাসহ পলাশকে আটক করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।