ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের সোলায়মান আলীর স্ত্রী আছিয়া বেগম (৫৬) ও পুরানাপৈল এলাকার আব্দুর রহিমের ছেলে আক্কাস আলী (৫৫)।

আহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাশপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে ও ভ্যান চালক দুলাল মিয়া, জয়পুরহাট সদরের পারুলিয়া গ্রামের রমনীর ছেলে প্রেমলাল (৪০), কালাই উপজেলার হারুঞ্জা গ্রামের আশরাফ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩) ও ক্ষেতলাল উপজেলার মালিপাড়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে সৈকত হোসেন (২০)।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বাংলানিউজকে জানান, রাতে পুরানাপৈল এলাকায় একটি ট্রাক্টর ব্যাটারি চালিত অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্য‍ানে দুই যাত্রী নিহত ও চারজন আহত হন।

আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশ্ঙ্কাজনক বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭ আপডেট: ২২০০ ঘণ্টা
আরএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।