ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবিতে ভুবন চিল অবমুক্ত 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
শাবিপ্রবিতে ভুবন চিল অবমুক্ত  ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিপন্ন প্রজাতির একটি ভুবন চিল অবমুক্ত করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবশেবাদী সংগঠন ‘গ্রীন এক্সপ্লোর সোসাইটির (জিইএস)’  উদ্যোগে এ চিলটি অবমুক্ত করা করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।

গত ৯ অক্টোবর সংগঠনের রেসকিউ উইং ক্যাম্পাসের বাস্কেট বল গ্রাউন্ডের পাশ থেকে ভুবন চিলটি উদ্ধার করে। চিলটির ডানা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য বেশ দুর্বল হয়ে পড়ে পাখিটি।  

প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিকভাবে সুস্থ করে রোববার (১৫ অক্টোবর) চিলটি অবমুক্ত করা হয় বলে ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।