বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবশেবাদী সংগঠন ‘গ্রীন এক্সপ্লোর সোসাইটির (জিইএস)’ উদ্যোগে এ চিলটি অবমুক্ত করা করা হয়।
সোমবার (১৬ অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
গত ৯ অক্টোবর সংগঠনের রেসকিউ উইং ক্যাম্পাসের বাস্কেট বল গ্রাউন্ডের পাশ থেকে ভুবন চিলটি উদ্ধার করে। চিলটির ডানা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য বেশ দুর্বল হয়ে পড়ে পাখিটি।
প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিকভাবে সুস্থ করে রোববার (১৫ অক্টোবর) চিলটি অবমুক্ত করা হয় বলে ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমএ