সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ছেঁউড়িয়ার কালিনদীর তীরে লালন মঞ্চে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খাঁন, কুষ্টিয়া কোর্টের জিপি অ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম, পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খাঁন, লালন মাজারের খাদেম মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে লালনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ।
আলোচনা সভা শেষে লালনের গানে মুখরিত হয়ে উঠে লালন মঞ্চ।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
বিএস