সোমবার (১৬ অক্টোবর) বিকেলে কালিগ্রাম ইউনিয়নের করজগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।
এসময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ সব সময় মানুষের পাশে আছে এবং থাকবে।
পরে পুলিশ সুপার আইনশৃঙ্খলা বিষয়ে উপস্থিত লোকজনের বিভিন্ন প্রশ্নের উওর দেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
টিএ