সোমবার (১৬ অক্টোবর) দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা দৌলতপুর উপজেলার বাচামারা, চরকাটারী এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী এলাকার বাসিন্দা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রায় রাতেই উপজেলা মৎস্য কর্মকর্তাদের নিয়ে উপজেলার যমুনা নদীর এলাকায় অভিযান চালনো হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে বাচামারা এলাকার যমুনা নদী থেকে তাদেরকে আটক করা হয়।
পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিন করে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
জিপি