ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে চলন্ত বাসে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
সোনারগাঁওয়ে চলন্ত বাসে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি চলন্ত বাসে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কুমিল্লাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় চলন্ত অবস্থায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়। এসময় বাস থেকে দ্রুত নামার সময় ‍বাস চালকসহ তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।