সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় চাংখারপুলের (বাড়ি নং ৭৮/৩-ক) দুই তলা থেকে দরজা ভেঙে কংকালটি উদ্ধার করা হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান বাংলানিউজকে জানান, মৃত ব্যক্তির নাম আকলাক উদ্দিন বাপ্পি (৫২)।
অসুস্থতাজনিত কারণে আকলাক উদ্দিন বাপ্পির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কংকালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এজেডএস/এনটি