সোমবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহিনুর উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছাড়গ্রামের আবুল কাশেমের ছেলে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ বাংলানিউজকে জানান, রাতে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল আরোহী শাহিনুরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী শাহিনুর ঘটনাস্থলেই মারা যান।
ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শাহিনুরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০১৪ ঘন্টা, অক্টোবর ১৭, ২০১৭
এনটি