ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
বীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মো. শাহিনুর ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহিনুর উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছাড়গ্রামের আবুল কাশেমের ছেলে।

তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ বাংলানিউজকে জানান, রাতে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল আরোহী শাহিনুরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী শাহিনুর ঘটনাস্থলেই মারা যান।

ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শাহিনুরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘন্টা, অক্টোবর ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।