সোমবার (১৬ অক্টোবর) রাত ৮টায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাইদুর রহমান সুমন নগরের বটতলা রাজুমিয়ার পুল সংলগ্ন এলাকার হারুন অর রশিদের ছেলে।
আহত বাবু বাংলানিউজকে জানান, রাতে যশোরের যাওয়ার জন্য তারা দুইজন অক্সফোর্ড মিশন রোডে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় মিলন, লিটনসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে সুমনের ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে জখম করে এবং তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমএস/এনটি