মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির আমন্ত্রণে তিনি এই সম্মেলনে যোগ দিতে সেখানে যাচ্ছেন বলে পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র জানায়। সম্মেলনে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি তুলে ধরবেন বলে সূত্রটি জানিয়েছে।
আগামী ২০ ও ২১ নভেম্বর দেশটির রাজধানী নেপিদোয় আসেমের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফোমিও কিশিদা দুইদিনের সফরে বুধবার (১৮ নভেম্বর) ঢাকা আসছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা থেকে মিয়ানমারে যাবেন তিনি। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের সময় রোহিঙ্গা ইস্যুতে তাদের সমর্থন চাইবে বাংলাদেশ। জাপান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
কেজেড/এসকে/এনটি