ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নভেম্বরে মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
নভেম্বরে মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: আসেম (এশিয়া-ইউরোপ সামিট)-এর ১৩তম সম্মেলনে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির আমন্ত্রণে তিনি এই সম্মেলনে যোগ দিতে সেখানে যাচ্ছেন বলে পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র জানায়। সম্মেলনে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি তুলে ধরবেন বলে সূত্রটি জানিয়েছে।

আগামী ২০ ও ২১ নভেম্বর দেশটির রাজধানী নেপিদোয় আসেমের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফোমিও কিশিদা দুইদিনের সফরে বুধবার (১৮ নভেম্বর) ঢাকা আসছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা থেকে মিয়ানমারে যাবেন তিনি। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের সময় রোহিঙ্গা ইস্যুতে তাদের সমর্থন চাইবে বাংলাদেশ। জাপান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
কেজেড/এসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।