ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কুয়েতে এসি বিস্ফোরণে কমলগঞ্জের একই পরিবারের ৫ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
কুয়েতে এসি বিস্ফোরণে কমলগঞ্জের একই পরিবারের ৫ জন নিহত কুয়েতে এসি বিস্ফোরণে কমলগঞ্জের একই পরিবারের ৫ জন নিহত

মৌলভীবাজার: কুয়েতের সালমিয়া এলাকার একটি পাঁচতলা ভবনে এসি বিস্ফোরণ হয়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

নিহতরা সবাই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় জুনায়েদ আহমেদ নামে আরো একজন আহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কুয়েতের সালমিয়া’র পাঁচ গাতা এলাকার একটি ভাড়া বাসার পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কান্দিগাও গ্রামের জুনায়েদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৫০), তার দুই ছেলে ইমাদ আহমেদ (১২), ফাহাদ আহমেদ (৫) ও দুই মেয়ে জামিলা বেগম (১৫) ও নাবিলা বেগম (৯)।

আহত জুনায়েদ আহমেদ কান্দিগ্রামের হাজি মো. তজমুল আলীর ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর থেকে কুয়েতে বসবাস করছেন।

কমলগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ও নিহতদের আত্মীয় মো. সুন্দর আলী বাংলানিউজকে বলেন, মরদেহগুলো কুয়েতের মোবারক আল কাবির হ‍াসপাতালে রাখা হয়েছে। কুয়েত থেকে মরদেহগুলো দেশের আনার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।