সোমবার (১৬ অক্টোবর) রাত ১১টায় উপজেলার বাইপাস মহাসড়কের বসুনিয়া মোড় থেকে তাকে আটক করা হয়।
রাশেকুজ্জামান দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর গ্রামের শাহ আকবর আলীর ছেলে।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বাংলানিউজকে জানান, রাতে বাইপাস মহাসড়কের বসুনিয়া মোড়ে অভিযান চালানো হয়। এসময় রাশেকুজ্জামানের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গী পার্বতীপুর উপজেলার জাহানারাবাদ এলাকার আজিজার রহমানের ছেলে হাসান আলী (৪৮) পালিয়ে যান।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এনটি