ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা থেকে  অপহৃত ব্যবসায়ী বেনাপোলে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
ঢাকা থেকে  অপহৃত ব্যবসায়ী বেনাপোলে উদ্ধার

বেনাপোল (যশোর): ঢাকা থেকে অপহৃত দুলাল (৫০) নামে এক ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় যশোরের বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় সীমান্তের বেনাপোল-দৌলতপুর সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

তিনি চাঁদপুরের হাইমচর উপজেলার মুনাফের ছেলে।

ঢাকার মোহাম্মদপুরে তিনি কাপড়ের ব্যবসা করেন বলে জানা গেছে।

গ্রামবাসী জানায়, ভোরে রাস্তায় একটি মাইক্রোবাস রাখার শব্দ পাওয়া যায়। পরে তারা বাড়ি থেকে বের হয়ে দেখেন সড়কের পাশে বালির উপর এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। এসময় গ্রামবাসী  তাকে মাথায় পানি দিয়ে কিছুটা সুস্থ করে পুলিশকে  খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া ব্যক্তিকে ঢাকার মোহাম্মদপুর থেকে কয়েকজন জোর পূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরে তাকে পিটিয়ে জখম করে মৃত ভেবে বেনাপোলে ফেলে রেখে যায়। তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।