ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
বেনাপোলে স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক বেনাপোলে স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১৮টি স্বর্ণের বারসহ শ্রবণ বিশ্বাস (৫২) নামে এক ভারতীয় নাগরিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে বেনাপোল সীমান্তে ঘিবা এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

আটক স্বর্ণপাচারকারী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বঁনগা থানার চইড়গাছি গ্রামের বিরেন্দনাথ বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিঘা এলাকা থেকে শ্রবণ বিশ্বাসকে আটক করেন। পরে তার কাছ থেকে ১৮ টি স্বর্ণের বার পাওয়া যায়।

৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।