মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে মাধবপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এ মাদক জব্দ করে।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, ভোরে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার নজরুল ইসলামসহ একদল বিজিবি সদস্য ১৬নং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
একইদিন ভোরে হরষপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল আজিজসহ বিজিবি সদস্যরা ধর্মঘর এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৭০ হাজার ৫শ’ টাকা।
অভিযান আঁচ করতে পেরে মাদক পাচারকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
আরএ