ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের হাসপাতাল গড়বে মালয়েশিয়ার সেনাবাহিনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
রোহিঙ্গাদের হাসপাতাল গড়বে মালয়েশিয়ার সেনাবাহিনী কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি

ঢাকা: কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য হাসপাতাল বানিয়ে দেবে মালয়েশিয়ার সেনাবাহিনী।

সোমবার (১৬ অক্টোবর) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এ কথা জানিয়ে গেছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ লোকের স্বাস্থ্যসেবায় ফিল্ড হসপিটাল বানিয়ে দেওয়ার ঘোষণা আগেই দেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী।

  আর উখিয়ায় গিয়ে জানিয়েছেন, মালয়েশিয়ার সেনাবাহিনী এ হাসপাতাল বানিয়ে দেবে। হাসপাতালে ৫০টি বেড থাকবে, যা ৫০ জন রোগীকে সর্বাত্মক চিকিৎসা দিতে পারবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ হাসপাতাল বানিয়ে দেওয়ার অনুমতি দিয়েছেন। মালয়েশিয়ার সেনাবাহিনী, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন মিলে এটিকে বাস্তবরূপ দেবে। যেকোনো সময়  এ হাসপাতাল নির্মাণে মালয়েশিয়া প্রস্তুত রয়েছে’।

হাসপাতালটিতে ডাক্তারসহ ৩৫ জন স্বীকৃত মেডিকেল স্টাফ, হাসপাতাল সহযোগী ও নার্স সব সময় নিয়োজিত থাকবেন। নির্মাণ কাজ শেষ হওয়ার একমাসের মধ্যে পুরোদমে চিকিৎসাসেবা দেওয়া শুরু করবে।

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মালয়েশিয়ার মতোই আন্তর্জাতিকভাবে সকলকে বাংলাদেশের পাশে এসে দাড়ানো উচিৎ’।

‘রোহিঙ্গাদের ফেরাতে আসিয়ানভুক্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে মিয়ানমারকে চাপ দিতে কাজ করবে মালয়েশিয়া’।  

রোহিঙ্গাদের আশ্রয় ও তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন তিনি।

দু’দিনের সফরে রোববার (১৫ অক্টোবর) ঢাকায় আসেন আহমদ জাহিদ। পরদিন কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের দুর্দশা দেখে এসব কথা বলে নিজ দেশে ফিরে যান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
কেজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।