মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করে। সেখান থেকে বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ে হাত ধোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
এছাড়া বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসব কর্মসূচিতে নেয়।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে আইডিই, ব্রাক ওয়াশ, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমবিএইচ/এএটি