ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বিশেষ অভিযানে আটক ২৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
গোপালগঞ্জে বিশেষ অভিযানে আটক ২৬

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজাসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এসব অভিযানে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ১১ জন, মুকসুদপুর থানা পুলিশ ৮ জন, টুঙ্গিপাড়া থানা পলিশ মাদক মামলার আসামিসহ ৪জন, কাশিয়ানী থানা পুলিশ ২জন ও কোটালীপাড়া থানা পুলিশ ১জনকে আটক করে।

আটক ব্যক্তিদের মঙ্গলবার বিকেলের মধ্যেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।