মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বাপ্পি মল্লিক (২২), সুমা আক্তার (২২) ও সুমন পাটোয়ারি (২৮)।
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (উত্তর) উপ-পরিদর্শক মো. জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় আশুলিয়ার জিরাবো থেকে তিন হাজার ছয়শ' পিস ইয়াবাসহ সুমাকে, নিশ্চিন্তপুর থেকে দুইশ'৫০ পিস ইয়াবাসহ বাপ্পিকে ও মধ্যগাজিরচট থেকে দুইশ' পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়।
আটকেরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(খ) ধারার অপরাধে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘন্টা, অক্টোবর ১৭, ২০১৭
এএটি