দুর্ঘটনায় বাংলানিউজের সাংবাদিক ছোটন সাহা আহত
ভোলা: মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলানিউজের ভোলা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও ভোলা প্রেসক্লাব সদস্য এবং রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক ছোটন সাহা আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বেপারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পেশাগত কাজে মোটরসাইকেলে করে ভোলা থেকে বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন সাংবাদিক ছোটন সাহা।
এ সময় ভোলা-চরফ্যাশন সড়কের বেপারী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি এবং ভ্যানকে সাইড দিতে গিয়ে ধাক্কা লেগে রাস্তায় পরে যান তিনি। এতে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
ছোটন সাহা জানান, একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান তিনি। এতে বাম পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন। তবে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।