ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ডেঙ্গু ও চিক‍ুনগুনিয়া প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
নাটোরে ডেঙ্গু ও চিক‍ুনগুনিয়া প্রতিরোধে অ্যাডভোকেসি সভা নাটোরে ডেঙ্গু ও চিক‍ুনগুনিয়া প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

নাটোর: নাটোরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনিন ও সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।