মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত রিকো আহম্মেদ শহরের উপ-শহর পাড়ার রেজাউল ইসলামের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের ইসলামীয়া হাসপাতাল এলাকার হাজী ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় পাসপোর্টের ফরমসহ রিকো আহমেদ নামে এক যুবককে হাতে নাতে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
আরএ