ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ৪ ডাকাত আটক করেছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
দামুড়হুদায় ৪ ডাকাত আটক করেছে পুলিশ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে দামুড়হুদা উপজেলার দর্শনা-জয়রামপুর সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার কেশবপুর গ্রামের গফুর মওলার ছেলে আবু সিদ্দিক, দর্শনার হঠাৎ পাড়ার জব্বার হোসেনের ছেলে সুলতান, ছয়ঘড়িয়ার জহির উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন ও সদর উপজেলার নেহালপুরের আবুল কালামের ছেলে জুব্বার।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ওই চার ডাকাত দর্শনা-জয়রামপুর সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়।  

দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম ইমদাদুল হক জানান, আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।