মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরফুজ্জামান আনসারী মামলার শুনানি শেষে এ সমন জারি করেন।
এর আগে সকালে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন মিলা নিজেই।
মামলায় বলা হয়, তার শ্বশুর বাড়ির লোকজন গত ৭, ৯ ও ১০ অক্টোবর bd24live অনলাইনে তাকে নিয়ে বিভিন্ন নিউজ ছাপান। এতে তার সুনাম ক্ষুন্ন হয়।
মামলায় দেবর এসএম রহমান, দেবরের বউ আফরোজা রহমান লাভনী, bd24live অনলাইন সম্পাদক ও তার শাশুড়ি আফরোজা নাসিরকে আসামি করা হয়।
এর আগে মিলার দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় জেল হাজতে রয়েছেন সাবেক স্বামী এসএম পারভেজ সানজারি।
**এবার স্বামীর পরিবারের বিরুদ্ধে মিলার মামলা
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমআই/বিএস