ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে ডাকাত সন্দেহে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
নলছিটিতে ডাকাত সন্দেহে যুবক আটক

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে শাওন গাজী (২৩) নামে এক যুবককে ডাকাত সন্দেহে আটক করেছে স্থানীয়রা।

সোমবার (১৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দিঘিরপাড় এলাকা থেকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।  

আটক শাওন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফিরোজ গাজীর ছেলে।

আটক ওই যুবককে পুলিশ হেফাজতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হালিম তালুকদার বাংলানিউজকে জানান, স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়দের দাবি তিনি ডাকাত দলের সদস্য। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এর প্রমান মেলেনি। শাওনের সঙ্গে আরও এক যুবক ছিল, যে পালিয়ে গেছে।  

মুলত প্রেম ঘটিত বিষয়ে তারা ঘটনাস্থলে এসেছে। তবে পালিয়ে যাওয়া যুবকের সন্ধান এখনো পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 আটক যুবককে ৫৪ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি হালিম তালুকদার।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।